টোকাই শিশু :
পথের টোকাই পথে ঘুমায়
নেই বলে আজ বাড়ি,
কোটিপতি আজকে তুমি
চড়ো দামি গাড়ি।
তাদের দেখে তোমার মনে
হয়না বুঝি মায়া?
পথে পথে জীবন কাটাই
দেয়না কেহউ ছায়া
শিশির ঝড়ে রাত্রি হলে
যায়না থাকা ঘরে,
এইনা টোকাই তবুও রে ভাই
থাকে রাস্তায় পরে।
কোথায় কম্বল কোথায় বাড়ি
কোথায় যাবে তারা,
এসব দেখে তোমার কেনো
দেয়না বিবেক সাড়া!