স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ‘হোয়াইট ওয়াশ’ এড়াল সফরকারী অস্ট্রেলিয়া। ৬ বল ও ৩ উইকেট হাতে রেখে সিরিজের চতুর্থ ম্যাচে এই সিরিজে প্রথম জয় পেল ওয়েডরা।
শনিবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংটা খুব ভালো শুরু হয়নি টাইগারদের। বরাবরের মতোই এদিনও বাজে শট খেলে আউট হন সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। পরে সাকিব ফেরেন ১৫ রানে আর শেষে রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
পরের ব্যাটার হিসেবে আসা নুরুলও রানের খাতা খুলতে পারেননি। নিজের ইনিংসের প্রথম বলেই এলবির শিকার হন সুইপসনের। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন অস্ট্রেলিয়ানরা। ৮ রানের ব্যবধানে তিন ব্যাটারকে হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে বাংলাদেশ।
পরে আফিফকে নিয়ে চাপ কাটানোর চেষ্টা করেন উইকেটে থিতু হওয়া নাইম। অজি লেগ স্পিনার সুইপশনের বলে এলোমেলো হওয়ার পরে দুর্দান্ত শুরু করা আফিফকে ফেরান অ্যাগার। দ্রুত রান তুলতে গিয়ে অ্যাগারের বলে ক্যাচ হওয়ার আগে ১৭ বলে ১ ছয়ে ২১ রান করেন আফিফ।
অজি একাদশে ফেরা টাইয়ের বলে বাজে শট খেলে ক্যারির ক্যাচ হয়ে ফিরেন শামীম। শেষের দিকে মেহেদি হাসানের ১৬ বলে ২৩ রানে ১০৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে খুব ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়ানরাও। মেহেদি হাসানের বলে প্রথম ওভারেই ফেরেন ম্যাথু ওয়েড। পরে মিরপুরে সাকিব আল হাসানের বলে ঝড় তুলেছিলেন বিগ হিটার ড্যান ক্রিস্টিয়ান। সাকিবের দ্বিতীয় ওভারে প্রথম তিন বলে ৬ হাঁকান ক্রিস্টিয়ান। পরে এক বল বিরতিতে মারেন আরো দুই ৬। ১৫ বলে ৫ ছয় আর ১ চারে ৩৯ রান করে ভয়ংকর হয়ে ওঠা ক্রিস্টিয়ানকে ফেরান মোস্তাফিজ।
পরের ১৮ রান যোগ করতেই অজিরা হারায় তাদের ৫ উইকেট। ক্রিস্টিয়ানকে ফেরানোর পরে হেনরিকসকে রান আউটের ফাঁদে ফেলে সাকিব। পরে অ্যালেক্স ক্যারিকেও ফেরান ফিজ। শেষে মার্শ ফিরলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।
শেষের দিকে অ্যাগারের ধৈর্যশীল ২৭ রানে জয়ের খুব কাছে যায় অস্ট্রেলিয়া। সেখানে গুরুপ্তপূর্ন অ্যাগারকে ফেরান শরিফুল। তবে অলরাউন্ডার অ্যাশটন টার্নার ও অ্যান্ড্রু টাইয়ে সিরিজে প্রথম জয় পায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সফরে এসেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচ হারিয়ে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এটাই সাকিব-রিয়াদদের প্রথমবারের মতো অজিদের বিপক্ষে যেকোন ফরম্যাটে সিরিজ জয়। সিরিজের চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া।