হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাধবপুরস্থ সিলেট এসোসিয়েশনের উদ্যোগে কোভিড-১৯ সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও কেএন-৯৫ মাস্ক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল হলরুমে স্বাস্থ কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুরস্থ সিলেট এসোসিয়েশনের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব উদ্দিন আহম্মেদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আখলাক আহম্মেদ, সংগঠনের সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের গবেষণা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ নাদিরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি ও সংগঠনের সদস্য আব্দুল করিম প্রমুখ।
জানা গেছে, মাধবপুর হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাধবপুরস্থ সিলেট এসোসিয়েশনের পক্ষে ১১টি স্বাস্থ্য সুরক্ষা বুথ ও ২টি কোভিড নমুনা সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে।