স্পোর্টস ডেস্ক :
অলিম্পিকের ৩৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন জ্যামাইকান এলেইন টম্পসন। তিনি স্বদেশি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসকে হারিয়ে এই রেকর্ডের মালিক হন।
শনিবার টোকিও অলিম্পিক স্টেডিয়ামে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে ৩৩ বছরের পুরান রেকর্ড ভাঙেন টম্পসন।
এর আগে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার ১০ দশমিক ৬২ সেকেন্ড টাইমিং নিয়ে এতদিন অলিম্পিকসের রেকর্ড টাইমিংয়ের মালিক ছিলেন।
১০ দশমিক ৭৪ সেকেন্ড টাইমিং করে রৌপ্যপদক জিতেছেন বেইজিং ও লন্ডন অলিম্পিকে দ্রুততম মানবীর মুকুট জেতা ফ্রেজার-প্রাইস।
২০০৮ সালের বেইজিং আর ২০১২ সালের লন্ডন অলিম্পিকে নারীদের ১০০ মিটারে সেরা হওয়া ফ্রেজার-প্রাইস পরের আসরে সাফল্য ধরে রাখতে পারেননি। ২০১৬ সালের রিও দে জেনেইরোর আসরে পেয়েছিলেন রুপা।
টোকিওতে ১০০ মিটারে সেরা হতে পারলে অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে প্রথম নারী হিসেবে ব্যক্তিগত কোনো এক ইভেন্টে তিনটি স্বর্ণপদক জয়ের কীর্তি গড়তেন ফ্রেজার-প্রাইস।