বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ওসি দ্দোহা ॥ কানাইঘাটের মানুষের কথা আমি সব সময় স্মরণ রাখব

8

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর সিলেট এসএমপিতে বদলী জনিত উপলক্ষে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় থানা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত ওসি শামসুদ্দোহা পিপিএম তার বক্তব্যে বলেন, ১৬ মাসের অধিক সময় থানায় কর্মরত কালীন সময় সকল মহলের সহযোগিতা এবং থানার সকল পুলিশ অফিসারদের সমন্বয়ে নিষ্ঠার সাথে পুলিশিং সেবা তাৎক্ষনিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকতার সহিত কাজ করেছিলাম। তিনি আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে কাউকে আমি হয়রানী করিনি। সকল প্রকার অপরাধ দমন, মাদক নির্মুল ও আইন শৃংখলার উন্নয়নে সর্বদা চেষ্টা করেছি এক্ষেত্রে আমাকে সবাই সহযোগিতা করেছেন। সকলের আন্তরিক সহযোগিতায় থানার অনেক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন করেছি। আলেম উলামা অধ্যুষিত এজনপদের মানুষজন অত্যন্ত ভাল, আইনের প্রতি তারা সব সময় শ্রদ্ধাশীল ছিলেন। আপনাদের কাছ থেকে দায়িত্বকালীন সময়ে যে ভালোবাসা পেয়েছি তা সব সময় মনে রাখব। দায়িত্ব পালনকালে কারো প্রতি কোন কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান বিদায় ওসি শামসুদ্দোহা। থানার ওসি (তদন্ত) জাহিদুল হকের সভাপতিত্বে ও এসআই এস এম মাইনুল ইসলামের পরিচালনায় রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি সাংবাদিক, সুধিজন, ব্যবসায়ী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কানাইঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করে গেছেন। অনেকে ভালো কাজ করে ছিলেন তার মধ্যে বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা একজন ব্যতিকর্ম ধর্মীয় চৌকস, নিষ্ঠাবান, কর্তব্য পরায়ণ, সৎ বিনয়ী, জনবান্ধব পুলিশ অফিসার ছিলেন। পুলিশি সেবা তাৎক্ষণিক প্রদান সহ আইন শৃংখলার উন্নয়নে তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। অনেক চাঞ্চল্যকর মামলার আসামীদের গ্রেফতার করা সহ কাজের মাধ্যমে পুলিশ প্রশাসনের সুনাম বয়ে এনেছিলেন তার বিদায়বেলায় কানাইঘাটের মানুষজন অত্যন্ত ব্যতীত। সবাই তার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এমএ হান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বানুলাল দাস, থানার এসআই রাজীব মন্ডল, এএসআই আব্দুল আহাদ, কনস্টেবল অনূকুল প্রমুখ।