জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে করোনা রোগীর সংখ্যা। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবুও মানুষ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে চায় না। যে কারণে দিনে দিনে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। ক্রমান্বয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে।
এর মধ্যে ২৩ জুলাই শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের নতুন করে আরো ১৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জগন্নাথপুর পৌর এলাকার ৬ জন, পাটলি ইউনিয়নের ১ জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ১ জন, মিরপুর ইউনিয়নের ২ জন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ২ জন, রাণীগঞ্জ ইউনিয়নের ২ জন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
এ নিয়ে জগন্নাথপুরে করোনায় মোট আক্রান্ত হলেন ৩৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭৮ জন। হোম আইসোলেশনে আছেন ৮৪ জন ও হাসপাতাল আইসোলেশনে আছেন ৯ জন। মোট আক্রান্তের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।