কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান বৃদ্ধি সহ হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়ন কর্মকান্ড সহ সৌন্দর্য বর্ধনের কাজে নবাগত টিএইচও ডাঃ অভিজিৎ শর্মা বেশ তৎপর রয়েছেন। হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড আগের চাইতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে, টয়লেটের সমস্যা দূর করা হয়েছে। আউটডোর ও ইনডোরে চিকিৎসা সেবার পরিধি বাড়ানো হয়েছে। এক সময় হাসপাতালের সিসি ক্যামেরার হার্ডডিক্স নষ্ট থাকলেও সিসি ক্যামেরা সচল করে পুরো হাসপাতালের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নবাগত টিএইচও ডাঃ অভিজিৎ শর্মা হাসপাতালে যোগদানের পর থেকে চিকিৎসাসেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ সার্বক্ষণিক সবকিছু মনিটরিং করে যাচ্ছেন। বিশেষ করে তার প্রচেষ্টায় যক্ষ্মা রোগীদের তাৎক্ষণিক সব ধরনের চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রায় ৩৭ লক্ষ টাকার জিন এক্সপার্ট ল্যাবরেটরী স্থাপন করা হয়েছে। এখন থেকে সিলেটে না গিয়ে যক্ষ্মায় আক্রান্তরা ২ ঘন্টার মধ্যে তাদের রোগের ধরণ জানতে পারবেন। যার কারণে সহজে যক্ষ্মা নির্ণয় করে ঔষধ গ্রহণের মাধ্যমে সব-ধরনের যক্ষ্মা রোগী সুস্থ হতে পারবেন। এছাড়া দীর্ঘদিন ধরে হাসপাতালের এক্সরে নষ্ট থাকলেও নবাগত স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর হাসপাতালের এক্সরে বিভাগ সচল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সাথে যোগাযোগ করার পর ডিজিটাল এক্সরে মেশিন আসা প্রক্রিয়াধীন রয়েছে। মাস খানেকের মধ্যে এক্সরে বিভাগ সচল করার সম্ভাবনা রয়েছে, এক্ষেত্রে টেকনেশিয়ানদের শূন্যপদ পূরণ করা প্রয়োজন।
রবিবার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ শর্মা স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে হাসপাতালের ইনডোর-আউটডোর সহ জিন এক্সপার্ট ল্যাবরেটরী ঘোরে দেখান। তিনি বলেন, হাসপাতালের পরিবেশ সুন্দর ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতার প্রয়োজন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি উন্নত চিকিৎসা সেবা দেয়ার জন্য। হাম ও রুবেলা টিকা ক্যাম্পেইন সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি।
তবে সচেতন মহল মনে করেন, হাসপাতালের ডাক্তার, নার্স সহ অন্যান্য শূন্যপদ পূরণ করা হলে চিকিৎসা সেবার মান আরো বৃদ্ধি পাবে।