বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় মসজিদের নামকরণ নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যকার সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। রোববার উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা দুটি করেছে।
সাজ্জাদ হোসেন পক্ষের মক্তদির আলী বাদী হয়ে অপর পক্ষের ফয়ছল বক্সকে প্রধান আসামি করে ২৩ জনের নামোল্লেখ করে একটি মামলা করেছেন। সাজ্জাদ হোসেন পক্ষের লোকজনদের অভিযোগ, শনিবার বিকেলে আজিমগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে সাজ্জাদ হোসেন পক্ষের আবিদ আহমদ ও আলিম উদ্দিনের ওপর আনছারুল হকের নেতৃত্বে হামলা করা হয়। এরপর বিষয়টি নিয়ে সংঘর্ষ বাধে।
অন্যদিকে আনছারুল হকের পক্ষের মো. আনোয়ার হোসেন বাদী হয়ে সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে ১৫ জনের নামোল্লেখ করে পৃথক আরেকটি মামলা করেছেন। আনছারুল হক পক্ষের লোকজনের অভিযোগ, মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে সাজ্জাদ হোসেনের নেতৃত্বে তাঁর লোকজন শনিবার বিকেলে ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা করেছে।
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বতে থাকা চিকিৎসক অমিত আচার্য্য জানিয়েছেন, সংঘর্ষে আহত ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার সন্ধ্যার পর তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরও ৩-৪ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার রোববার বিকেলে বলেন, মসজিদের নামকরণ নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।