স্টাফ রিপোর্টার :
নগরীর ঐতিহ্যবাহী কাজিরবাজার পশুর হাট শেষ সময়ে জমে উঠেছে। ব্যাপারিরা জানিয়েছেন, বেচাকেনা ভাল পর্যায়ে রয়েছে।
বাজারে স্থানীয় গরুসহ ব্যাপারীরা দেশের প্রত্যঞ্চল থেকে দেশী-বিদেশী গরু ছাগল হাটে নিয়ে এসেছেন।
বিক্রেতারা বলছেন, এবার দাম ভালো। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। সামর্থ্য অনুযায়ী গরু-ছাগল কিনতে হিমশিম খাচ্ছেন তারা।
কাজিরবাজার পশুর হাটে পর্যাপ্ত পরিমান গরু-ছাগল রয়েছে। কেউ ইচ্ছে করলে দরদাম করে সামথ্যের মধ্যে গরু-ছাগন কিতে পারবেন কাজিরবাজার পশুর হাট থেকে। গতকাল লোকজন এ হাট থেকে বিভিন্ন জাতের গরু-ছাগল কিনে নিয়ে যেতে দেখা গেছে। এ হাটে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি বাজারে স্বেচ্ছাসেবক টিম। এছাড়া জাল নোট শনাক্তকরণের বুথও রয়েছে ঐতিহ্যবাহী এই পশুর হাটে।