ফেঞ্চুগঞ্জে শফি আহমদ চৌধুরী ॥ আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ

7

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, কে কোন দল করে সেটা আমার কাছে বড় কথা নয়। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ। ফেঞ্চুগঞ্জকে তাঁর নিজের দ্বিতীয় বাড়ি উল্লেখ্য করে তিনি বলেন, অতীতে সংসদ সদস্য থাকাকালে এই উপজেলাবাসীর প্রাণের দাবী ইলাশপুরের ঢালায় সেতু নির্মাণ বাস্তবায়ন করেছি। কুশিয়ারা নদীর উপর মরহুম এম. সাইফুর রহমানের মাধ্যমে কুশিয়ারা সেতু বাস্তবায়ন করেছি। মাইজগাও রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া শিক্ষাব্যবস্থা উন্নয়নেও সাধ্য অনুযায়ী কাজ করেছি। শফি চৌধুরী বলেন, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসাীর জন্য কিছু একটা করতে পারলে নিজে আনন্দ পাই। কারণ আমি মানুষের জন্য কাজ করি। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটর গাড়ী (কার) নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার জীবনের শেষ নির্বাচনে আপনারা আপনাদের পবিত্র আমানত দিয়ে আমাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে আমার শেষ ইচ্ছা এই অঞ্চলের ঘরে ঘরে গ্যাস সরবরাহ করে দিবো ইনশাআল্লাহ।
শফি চৌধুরী (১৮ জুলাই) রবিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার, ফেঞ্চুগঞ্জ বাজার, মাইজগাও বাজার, শাহজালাল সার কারখানা এলাকা, পালপুর বাজার, সেনের বাজার এবং কটালপুর বাজারে পথসভা ও গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি নেতা জুনেদ আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের সাধারণ মানুষ তাঁর সাথে ছিলেন। বিজ্ঞপ্তি