স্টাফ রিপোর্টার :
নগরীর শাহজালাল উপশহর থেকে পুলিশের উপর হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে শাহপরান থানা পুলিশ। গতাকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে এসএমপি’র ট্রাফিক এ কর্মরত এটিএসআই কুতুবউদ্দিন শাহজালাল উপশহর থেকে নিজের কর্মস্থলে রওয়ানা দেন। জনশক্তি অফিসের সামন দিয়ে যাওয়ার সময় কয়েকজন দালাল তার গতিরোধ করে বলে ফিঙ্গার দেবেন, তখন পুলিশের ঐ এটিএসআই বলেন আমারটা আমি করব আপনারা কে? একথা বলার পর কথাকাটাকাটির এক পর্যায়ে ওই যুবকরা পুলিশ কর্মকর্তার উপর হামলার চালায়। আটকৃত যুবক উপশহর তেররতন এলাকার মালেকের কলোনির নিশি কান্ত দাসের পুত্র মো. রিপন মিয়া সিলেটের চিহিৃত ছিনতাইকারী বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সাজা হয়েছে। এক বছর জেল খেটে বর্তমানে সে জামিনের রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। আটকের ঘটনার সত্যত্য নিশ্চিত করেছেন শাহজালাল উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ সুহেল রানা। তার বিরুদ্ধে মামলাও প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ট্রাফিকের এডিসি নিকোলিন চাকমা বলেন, এ ব্যাপারে দালালদের হাতে শারীরিক লাঞ্চনার শিকার হওয়া ট্রাফিক পুলিশ কর্মকর্তা কুতুব উদ্দিন শাহপরাণ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তারাই প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
রিপনকে আটকের বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি আকতার হোসেন জানান, তাকে আটক করা হয়েছে। অন্যান্যদেরও আটকে জোর অভিযান চলছে।