বরইকান্দি ইউনিয়নে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ

7
বরইকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করছেন বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি হারে চাল বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ১৪৯৭ জনের মধ্যে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ৪৩৫ জনের মধ্যে ১০ কেজি হারে বিতরণ করা হয়।
বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী রইছ আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, সমাজসেবী মাহমুদ আলী নিজাম, উপজেলা ট্যাগ অফিসার বিজিত কুমার আচার্য্য, ইউপি সচিব মোঃ সেলিমোর রহমান সেলিম, ৭নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মাসুম, ৮নং ওয়ার্ডের মেম্বার লয়লু মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার কামাল আহমদ, এনাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি