শাহ্-আরেফিন মোকামের দান বাক্সে জেলা প্রশাসনের তালা

98
শাহ আরেফিনের ওরস ও মেলায় প্রশাসনের নির্দেশে তালা বদ্ধ করে দেয়া হয়েছে দান বাক্স।

তাহিরপুর থেকে সংবাদদাতা :
শাহ-আরেফিন মোকামের দান বাক্সে তালা ঝুলিয়েছে জেলা প্রশাসন সুনামগঞ্জ। বুধবার রাতে জেলা প্রশাসনের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মোঃ আমিমমুল এহছান খান শাহ আরেফিন মোকাম দান বাক্স তালাবদ্ধ করেন।
গত সোমববার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় গ্রামের রফিকুল ইসলাম শাহ আরেফিন মোকামে ভাসমান দোকানীদের কাছ থেকে চাঁদাবজি ও মোকামে দানকৃত টাকার অনিয়ম দুর্নীতি নিয়ে জেলা প্রশাসন বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন গণ-মাধ্যমে এ সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহন করে। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শাহ-আরেফিন ওরস মোবারকে দায়িত্বরত সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিমুল এহছান খান জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে মেলায় চাঁদাবাজদের ধরতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। তাছাড়া অভিযোগ রয়েছে ওরস মোবারকে শাহ আরেফিন মোকামে ভক্ত আশেকানদের দানকৃত টাকা কতিপয় লোকজন রাতের অন্ধকারে সরিয়ে নিয়ে যায়। তাই আমরা দান বাক্সটি তালা মেরেছি। চাবি আমার কাছে রয়েছে। পরবর্তীতে প্রশাসনের লোকজন সহ কমিটির লোকজনের উপস্থিতিতে তালা খোলে দেয়া হবে।