লকডাউনে ব্যাটারি চালিত রিক্সা আটক ও চালকদের হয়রানি বন্ধের দাবি রিক্সা শ্রমিকলীগের

4

চলমান লকডাউনে সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন রিক্সা শ্রমিকলীগ সিলেট জেলা শাখা। সিলেট জেলা রিক্সা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল বুধবার এক বিবৃতিতে এই আহবান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান করোনাভাইরাসের কারণে অসহায় ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা অসহায় অনাহারে দিনযাপন করছে। করোনায় বিপর্যস্ত শ্রমজীবী মানুষ। বিভিন্ন পেশা থেকে আসা অভাবের তাড়নায় শ্রমজীবী মানুষ কর্মসংস্থানে ব্যাটারি চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তাছাড়া লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাবার ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা কিন্তু এবারের লকডাউনে পূর্বে শ্রমজীবী মানুষের সেই সহযোগিতা করা হয়নি। নেতৃবৃন্দ করোনাকালীন সময়ে নগরীর ব্যাটারি রিক্সা চলাচলে বাধা আটক ও চালকদের হয়রানি বন্ধের দাবি এবং অবিলম্বে আটককৃত ব্যাটারি রিক্সা চেড়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি