শাবি শিক্ষকের সাথে প্রতারণা ॥ নাইজেরিয়ান নাগরিক গ্রেফতার, ২ দিনের রিমান্ড মঞ্জুর

40

স্টাফ রিপোর্টার :
যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার প্রলোভন দেখিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কাছ থেকে প্রায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা (৫ হাজার ডলার) হাতিয়ে নিয়েছে আন্তর্জাতিক প্রতারক চক্র। প্রতারণার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ডোনাটস এমেকা ওনিজিউয়া নামের এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এসএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ।
তিনি জানান, যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে অংশ নেয়ার জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারুক মিয়ার কাছে গত ফেব্র“য়ারী মাসে একটি ইমেইল আসে। ওই সেমিনারে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ড. ফারুক। এরপর হোটেল ভাড়া, বিমান টিকেট, ইন্সুরেন্স ও ফেরতযোগ্য জামানত হিসেবে তার কাছ থেকে ৩ দফায় ৫ হাজার ৬০০ ডলার হাতিয়ে নেয় প্রতারক চক্র। গত ২৭ মার্চ ওই চক্রের এক সদস্য ঢাকা শাহজালাল বিমানবন্দরের পাশে তাকে একটি ট্রাভেল ব্যাগ দিয়ে তা সিলেটে নিয়ে যেতে বলে। এসময় ল্যান্ডিং চার্জ বাবদ আরও দেড়লাখ টাকা হাতিয়ে নেয় ওই চক্র। তিনি বলেন, ব্যাগ হাতে নিয়ে ড. ফারুক দেখতে পান তার ভেতরে বিশাল ওজনের একটি মেশিন রয়েছে। কনফারেন্সের কোনো ডকুমেন্ট নেই। এরপর ড. ফারুক আবার আমেরিকায় ফোন দিয়ে তাঁর ডকুমেন্টের ব্যাপারে জানতে চান। তখন তাকে বলা হয়- এই ব্যাগ নিয়ে সিলেট চলে আসতে। পরদিন তাদের একজন লোক সিলেট এসে ব্যাগের ভেতরের মেশিন থেকে সব ডকুমেন্ট বের করে দেবে।
পরদিন ওই চক্রের আরেক সদস্য নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকা ওনিজিউয়া সিলেটে এসে ড. ফারুককে কল দেয়। তারা নগরীর শাহজালাল উপশহরের হোটেল রোজভিউর সামনে একটি মাইক্রোবাসে সাক্ষাত করেন। তখন ডোনাটস এমেকা মেশিন থেকে জাল ডলার তৈরি করে ড. ফারুকের হাতে ধরিয়ে দেয়। এতে ড. ফারুক ক্ষুব্দ প্রতারক চক্রের ওই সদস্যকে সেমিনারের ডকুমেন্ট দিতে বলেন। তখন ডোনাটস এমেকা কিছুক্ষণ পর ডকুমেন্ট নিয়ে আসছে বলে পালিয়ে যায়। বিষয়টি ড. ফারুক পুলিশকে অবহিত করেন এবং ২৯ মার্চ শাহপরান থানায় একটি মামলা করেন। মামলার পর গত বৃহস্পতিবার সকালেই গোপন সংবাদের মাধবপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকাকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ আরো বলেন, এরা একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য। দেশের ও দেশের বাইরের অনেক প্রতারক এই চক্রের সাথে জড়িত। আমরা দেশে আর কে কে জড়িত আছে তা খোঁজে বের করার চেষ্টা করছি। তাছাড়া মানুষকেও এ ব্যাপারে সচেতন হতে হবে।
সংবাদ সম্মেলনের পর গ্রেফতার নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকাকে সাংবাদিকদের সামনে হাজির হরা হয়। এসময় তিনি চিৎকার করে বলতে থাকেন- ওই ব্যাগ আমার নয়, আমি এ ব্যাপারে কিছু জানি না।
দুই দিনের রিমান্ড মঞ্জুর: শাবির অধ্যাপক ড. ফারুক মিয়ার সাথে প্রতারণার অভিযোগে গ্রেফতারকৃত নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকা ওনিজিউয়ার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার শাহপরাণ (র.) থানা পুলিশ গ্রেফতার হওয়া ঐ বিদেশীকে আদালতে হাজির করলে সিলেট মহানগর ১ম আদালতের বিচারক মো: মামুনুর রশীদ সিদ্দিকী তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।