মুহাঃ রাকিবুল ইসলাম :
আষাঢ় এলে বাদল নামে
অতিবৃষ্টি নাই’বা থামে
টাপুর টুপুর ছন্দ
বন্যার পানি ঘরের চালে
সর্বনাশা বর্ষাকালে
পাই বিষাদের গন্ধ।
অনাহারে অর্ধাহারে
মানুষ মরে হাহাকারে
কে দেখিবে কাকে?
বাঁধ ভেঙ্গে’যে তুফান আসে
সোনার ফসল জলে ভাসে
প্রভুবে তাই ডাকে।
অসহায় ওই দুস্ত লোকে
চিন্তায় কভু মরছে শোকে
আশ্রয় পেতে তারা
মানবতার দুয়ার খুলে
নিও তাদের বুকে তুলে
মানুষ তোমরা যারা।