বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
তাহিরপুরে রক্তি নদীতে বাল্কহেড নৌকার ধাক্কায় বালু পাথর শ্রমিক পরিবহনকারী নৌকা ডুবে এক নারী শ্রমিক নিখোঁজ রয়েছে সেই সাথে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যে সাড়ে ৭টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি বাজার হতে ২শ গজ দক্ষিণে রক্তি নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ নারী শ্রমিকের নাম হ্যাপি আক্তার (৩০)। তিনি পাশ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফুলবরি গ্রামের মহব্বত আলীর স্ত্রী। গুরুতর আহতদের মধ্যে ফুলবরি গ্রামের ইব্রাহিম আলীর পুত্র সৈয়দ আলী ও আরব আলীর পুত্র জুয়েল মিয়া সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর আহতরা নিজ নিজ ব্যবস্থাপনায় চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন বালিজুড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ। দুর্ঘটনাস্থলে বৃহস্পতিবার ভোররাত থেকেই চলছে স্বজনদের আহাজারি। স্থানীয়রা জানান,বুধবার সারাদিন যাদুকাটা নদীতে বালুপাথর উত্তোলন শেষে ৩০ জন শ্রমিক বহনকারী নৌকাটি ফুলবরি গ্রামের দিকে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে আসা আল্লাহ ভরসা পরিবহন নামে একটি বাল্কহেড শ্রমিক পরিবহনকারী নৌকাটিকে পেছন থেকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে পানির নীচে তালিয়ে যায়। উদ্ধারকাজে সরকারী কোন সংস্থাকে দেখা যায়নি। দুর্ঘটনার পর বাল্কহেডের মাঝিরা রক্তি নদীতে বাল্কহেড ফেলে পালিয়ে যায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব বলেন, আমি খোঁজ খবর নিচ্ছি। শীঘ্রই রক্তি নদীতে উদ্ধার তৎপরতা চালানো হবে।