মজনু মিয়া :
বট গাছের চুপ পাতার ফাঁকে
একটা বাঁকা ডালে,
ঝুলে আছে লোমে ভরা
কালি সন্ধ্যা কালে।
দেখতে গিয়ে পা চলে না
ফিরে আসতে বাড়ি,
ভয়ে কাঁপে শরীর হাত পা
তিন চোখ আছে তারই!
লাল টকটকে দুই চোখ সামনে
কপালের এক চোখের,
হঠাৎ আগুন জ্বালতে দেখে
কালাজ্বর হয় লোকের!