কাজিরবাজার ডেস্ক :
জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলটির নয় নেতাকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের উপকমিশনার শেখ নাজমুল আলম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, আটক নয় নেতার মধ্যে রয়েছেন জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেল এবং নায়েবে আমির ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ার। বাকিরা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা।
পুলিশের দাবি, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে জামায়াত নেতারা একটি গোপন বৈঠক করছিলেন। সেই বৈঠকে নাশকতার পরিকল্পনা ছিল। এমন খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
উত্তরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তারা এখন থানায় আছেন। তাদেরকে ডিবি কার্যালয়ে পাঠানো হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে বিধ্বস্ত জামায়াতে ইসলামী অনেক দিন ধরে প্রকাশ্য কোনো কর্মসূচিতে নেই। আমির ও সেক্রেটারি জেনারেলের ফাঁসি কার্যকর হওয়ার বেশ কয়েক মাস পর গত বছরের অক্টোবরে দলের নেতৃত্বে আসেন মকবুল আহমাদ ও ডা. শফিকুর রহমান। তারা দায়িত্ব নেয়ার পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে তাদের দেখা যায়নি। বিবৃতিতেই সীমাবদ্ধ থাকে তাদের কার্যক্রম।