জৈন্তাপুরে অনুপস্থিত ৮৭ জন শিক্ষার্থী

11

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলায় এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও নবম শ্রেনীর ভোকেশনাল পরীক্ষা -২০১৯ অংশ গ্রহন করেছে শিক্ষার্থীরা। এবার উপজেলায় ৫টি কেন্দ্রের ৭টি ভেন্যুতে অংশগ্রহণ করেছে মোট ৩০৬৬ জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৮৭ জন পরীক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেএসসি, জেডিসি ও নবম শ্রেণীর ভোকেশনাল পরীক্ষায় ৭টি ভেন্যুতে মোট পরীক্ষার্থী ছিলো ৩০৬৬ জন। এরমধ্যে উপস্থিত ছিলো- ২৯৭৯ জন শিক্ষার্থী, অনুপস্থিত ছিল ৮৭ জন শিক্ষার্থী।
ভ্যেনুগুলো হলো- জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, সাব ভেন্যু সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, সারীঘাট উচ্চ বিদ্যালয়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, জৈন্তা দারুসুন্নাহ মাদ্রাসা, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ এবং ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়।
তার মধ্যে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে মোট ১৪৯৭ জনের মধ্যে অনুপস্থিত ৩৩ জন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভেন্যুতে মোট ৯৮৩ জনের মধ্যে অনুপস্থিত ২০ জন, জৈন্তা ডিএস দাখিল মাদ্রাসা ভেন্যুতে মোট ৩৭৭ জনের মধ্যে অনুপস্থিত ২৭ জন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ ভেন্যুতে মোট ১১৬ জনের মধ্যে অনুপস্থিত ৫ জন এবং ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে মোট ৯৩ জনের মধ্যে অনুপস্থিত ২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রগুলো পরির্দশন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম। এবছর সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি