স্টাফ রিপোর্টার :
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ইতিমধ্যে ৬জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে সিলেট জেলা নির্বাচন অফিস। আজ শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
ঘোষিত তফসীল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৪ জুন, ভোটগ্রহণ করা হবে আগামী ২৮ জুলাই। তবে এখন পর্যন্ত সিলেট তিন আসনে উপ নির্বাচনে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টি মনোনীত আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেস মনোনীত জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপির কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী।