জেল রোড থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

3

স্টাফ রিপোর্টার :
নগরীর পুরাতন জেল রোড থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জেল রোডের আলম খিচুরী হাউজের সামনে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাহাদৎ হোসেন (২৬)। সে মোগলাবাজারের সিরাজপুর (বাটিয়ার চর)’র আব্দুস সহিদের পুত্র।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. মঈনুল ইসলাম, মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর পুরাতন জেল রোডের আলম খিচুরী হাউজ নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী সাহাদৎ হোসেন (২৬)-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।