অন্যকে শিখাতে

18

শামীমা আক্তার সাথী

কাঁদিয়া বুক বাঁধো গো সখি
নতুন আশাতে,
নতুন আশায় খুলিবে দুয়ার
নব প্রভাতে।

নাহি বা পেলে যাহা চাইলে
এই না জগতে,
না পাওয়ার বেদনা কে রোপণ
করো শক্তিতে।

হোক না যতই বাঁচাই কঠিন
এই দুনিয়াতে
তবুও তোমায় বাঁচিতে হইবে
এই কঠিনের সাথে।

হার মানিওনা সহজে পরাজয়
বরণ করিতে
মাথানিচু করিও না প্রয়োজনে
মরিবে হাসিতে।

অশ্রুর নোনাজল কাজে লাগাইও
তৃপ্তি মিঠাতে,
তোমার চলার পথ সুগম করো
অন্যকে শিখাতে।