পুলিশের বাধা ভেঙে শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

12

শাবি প্রতিনিধি
পুলিশি বাধা ভেঙে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে রাখেন। এদিন বিকেল ৪টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বাঁধা দেন। পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা সড়কে বসে সেøাগান দিতে থাকেন। এ সময় সড়কের দুই পাশে যান-চলাচল বন্ধ হয়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে তারা গত চার দিন সড়ক অবরোধ করেছিল। বুধবার কেন্দ্রীয় সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে গতকাল বৃহস্পতিবার তারা বাংলা বøকেড কর্মসূচির অংশ হিসেবে অবরোধ করছে।
এদিকে বিকেল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। বিক্ষোভে তারা ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেক’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের মূল কথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’ বলে সেøাগান দিতে থাকে। কোটাবিরোধী আন্দোলনের শাবি সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আজকে পুলিশ হঠাৎ আমাদের লাঠিচার্জ করে বাঁধা দেয়। এই আন্দোলন আমাদের গণতান্ত্রিক অধিকার।’
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, আমাদের বাধা দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকারে আঘাত করবেন না।
এদিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মো. আজবাহার আলী শেখ পিপিএম বলেন, ‘জনদুর্ভোগ যেন না হয়, সে বিষয়টা মাথায় রেখে আমরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অন্যান্য শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অল্পক্ষণের মধ্যে অবরোধ উঠানোর ব্যবস্থা করবো।’