বর্ষা এলো

5

জুনাইদ বিন মুহিব :

এই তো আকাশ ঝলমলে আর
দারুণ ছিলো নীলে,
কাঠফাটা রোদ সূর্য ছিলো
জল ছিলো না বিলে।

হঠাৎ আকাশ মেঘের বেলায়
ঘোর হয়েছে কালো,
সূর্যিমামার তাপদাহ তেজ
দূর হয়েছে আলো।

টুপুরটাপুর বৃষ্টি এলো
ঝড় বাতাসও শিলে,
অথৈজলে ছলাৎছলাৎ
হাওর খালও বিলে।

গুড়ুম গুড়ুম মেঘের ডাকে
আকাশ হলো ভারী,
বর্ষা এলো জানান দিলো
সাদা বকের সারি।