শ্রীমঙ্গলে কাঁঠাল বোঝাই গাড়ি থেকে বিলুপ্তপ্রজাতির ‘আইডক্যাট সাপ’ উদ্ধার

15
শ্রীমঙ্গলে কাঁঠাল বোঝাই গাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির ‘আইডক্যাট সাপ’ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাঁঠাল বোঝাই জীবগাড়ি থেকে বিলুপ্ত প্রজাতির একটি ‘আইডক্যাট সাপ’ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকা থেকে সাপটি উদ্ধার করেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
সজল দেব জানান, দুপুরের দিকে খবর পাই কাঁঠাল বোঝাই গাড়িতে একটি সাপ থাকায় লেবাররা গাড়ি থেকে কাঁঠাল নামাতে পারছেন না এবং সাপটিকে মারতে লাঠি নিয়ে বসে আছেন কয়েকজন।
এমন সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজেই কয়েকটা কাঁঠাল গাড়ি থেকে নামিয়ে সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে ধরে সেবা ফাউন্ডেশনে নিয়ে যান।
তিনি জানান, এই সাপটি বিলুপ্ত প্রজাতির। এটি সচরাচর দেখা যায় না এবং এর বাংলা কোন নাম নেই বলে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক মনিরুল এইচ খান ।এটি ইংরেজিনাম‘আইডক্যাট সাপ’।
সজল দেব বলেন, ‘অল্পের জন্য সাপটিরক্ষা পেয়েছে। শ্রমিকরা যেভাবে লাঠি নিয়ে বসেছিল বের হলেই তারা মেরে ফেলত। বনবিভাগএর সাথে আলোচনা করে সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করে দেওয়া হবে বলে তিনিজানান।