রফিকুল নাজিম :
সবুজ রঙের চায়ের পাতা
ভেতরটা তার লাল,
ব্রিটিশ কায়দায় শোষক বিছায়
রক্ত চোষার জাল।
রোদে পোড়ে নোনতা ঘামে
চায়ের পাতা তুলে,
লোভের শূলে চা শ্রমিকের
প্রাণটা থাকে ঝুলে।
পুঁজিপতির লাভের অংক
দ্বিগুণ হারে বাড়ে
চা শ্রমিকের ক্ষুধার আগুন
বাঁচার ইচ্ছে কাড়ে।