অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে নগরীর ভোক্তা অধিকার আইনে ৩ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালাত।
বুধবার (৯ জুন) নগরীর কোর্ট পয়েন্ট, তালতলা এবং লামাবাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করায় ভোক্তা অধিকার আইনে নগরীর কোর্টপয়েন্টের নুরজাহান রেস্টুরেন্ট, তালতলার নবান্ন রেস্তোরাঁ এবং লামাবাজারের নুরী রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা ও ১২ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি