ঝড়ের দিনে আম তলা

12

(ফরিদপুরের আঞ্চলিক ভাষায় রচিত)
সাঈদুর রহমান লিটন :

টসটসা পাকা আম
দেহা যায় গাছে,
পোলাপাইন ছেলে বুড়ো
মেলা মেলা নাচে।

গাছ তলা ভরা থাহে
আম পড়া মেলা,
কোচ ভরা আম পেয়ে
যায় কেটে বেলা।

দুধ আর আম ভাতে
মজা আর মজা,
ঝড় যুদি আহে তয়
আম তলে ফজা।

জোরে জোরে দোর দেয়
ফজা আম পেয়ে,
কত নাচ নেচে যায়
টক আম খেয়ে।

ঝড় মানে আম পড়া
গোলা গোলা আম,
দিন ভরে আম খাওয়া
এই বড় কাম।