জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান সংবর্ধিত

29

নগরীর দক্ষিণ সুরমার খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক হিসেবে পুরস্কার লাভ করায় তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৬ মার্চ শনিবার বিকালে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
শিক্ষকবৃন্দ কদমতলী ক্লাস্টার দক্ষিণ সুরমা উপজেলার আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক।
কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা বেগম চৌধুরীর সভাপতিত্বে এবং সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিক উদ্দিন তালুকদার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসলিমা বেগম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় শ্রেষ্ঠ কাব স্কাউট পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ নুরুজ্জামান।
বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার আহমদ, কায়স্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরোল জান্নাত রিপা, সহকারী শিক্ষক কল্যাণ ব্রত বিশ^াস, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা পাল চৌধুরী, সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শোয়াইবুর রহমান, হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা রাণী তালুকদার, গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা বেগম, সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমদ ওসমানী, রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ফারুক।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কায়স্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর কাদের ও গীতা পাঠ করেন জানআলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে। বিজ্ঞপ্তি