সুনামগঞ্জে জেলা সুজনের ভার্চুয়াল সভায় ড. বদিউল আলম মজুমদার ॥ তথ্য চেয়ে আবেদন প্রথম শুরু হয় সুনামগঞ্জ থেকে

28

সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি এডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সুনামগঞ্জ জেলা সুজন সুশাসন নিশ্চিত করার জন্য স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছে। করোনা মহামারীতে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে বাংলাদেশ যে তথ্য অধিকার আইন রয়েছে তার প্রথম কাজ শুরু হয়েছিলো সুনামগঞ্জ সুজনের মাধ্যমে। ২০০৫ সালের জাতীয় নির্বাচনে একটি তথ্য চেয়ে আবেদন করে সুনাগঞ্জ জেলা সুজন। তখন আইন না থাকায় এটা নিয়ে অনেক ঝামেলা করতে হয়ছে। তখনকার প্রথমআলো সুনামগঞ্জ জেলা প্রতিনিধি উজ্জল মেহেদী এবিষয়েসংবাদ প্রকাশ করে বিষয়টি সবার নজরে আনেন। আমি আশা করবো সুনামগঞ্জ সুজন তাদের অতীত ইতহাস ধরে রেখে আগামীতে আরো ভালো ভালো কাজ করবে।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
আলোচনায় অংশ নেন, সুনামগঞ্জ জেলা সুজনের সহ সভাপতি আশারাফ হোসেন লিটন, শাহীনা চৌধুরী রুবি, নির্বাহী সদস্য প্রথম আলো নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী মাইদুল ইসলাম খান মামুন, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, সহ সাংগঠনিক সম্পাদক কাজী নুরুল আজিজ চৌধুরী, প্রচার সম্পাদক আমিনুল হক, সদর উপজেলা কমিটির সভাপতি ফারুক রশিদ, সহ সভাপতি আনোয়ার আলম, প্রভাষক শাহীনুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট ঢাকা অফিসের নাবিলা খান ও সুনামগঞ্জ অফিসের একে কুদরত পাশা। (খবর সংবাদদাতার)