কানাইঘাট থেকে সংবাদদাতা :
উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব (১৭) জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা গত সোমবার বিকেল ৩ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। সভায় আগামী ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত কানাইঘাট উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব (১৭) জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে খেলা কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। টুর্নামেন্ট বাস্তবায়ন ও সফলের লক্ষ্যে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়। ফিচার অনুযায়ী ২৭ মে প্রথম দিনের খেলায় সকাল ১০টায় ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন ফুটবল দল কানাইঘাট সদর ইউনিয়ন ফুটবল দল একই দিনে বিকেল ৩টায় ৩নং দীঘিরপার পূর্ব ইউনিয়ন ফুটবল দলের সাথে ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন ফুটবল দল এবং বিকেল সাড়ে ৪ টায় কানাইঘাট পৌরসভা ফুটবল দল বনাম ৫নং বড়চতুল ইউনিয়ন ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হবে। ২৮ মে সকাল ১০ টায় ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন ফুটবল দলের সাথে ৪নং সাতবাক ইউনিয়ন ফুটবল দল, বিকেল ৩টায় ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল দলের সাথে ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হবে। ২৯ মে দ্বিতীয় রাউন্ড ও সেমিফাইনেল এবং ৩০ মে বিকেল ৩টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য বিধি মেনে টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানিয়েছেন যারা মাঠে যাবেন তাদের প্রত্যেককে মাস্ক নিয়ে যেতে হবে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট সফল সহ এ টুর্নামেন্টের মধ্য দিয়ে আমার প্রতিভাবান ফুটবলারদের বাছাই করে উপজেলা পর্যায়ে শক্তিশালী ফুটবল দল গঠন করে জেলা পর্যায়ে সুনাম কুড়িয়ে আনতে পারি এ জন্য সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, সাতবাক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দীঘিরপার ইউপি চেয়ারম্যন আলী হোসেন কাজল, ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যনা আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্রীড়া সংঘটক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর, পৌরসভার প্রতিনিধি ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন, বড়চতুল ইউপির প্রতিনিধি হাবিব উল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংক্রতিক সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বৃন্দ।