স্পোর্টস ডেস্ক :
বয়স ৪৫ বছর হলেও এখনো ব্যাট হাতে দুর্দান্ত খেলে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলে জায়গা না পাওয়া ইংলিশ তারকা ড্যারেন স্টিভেনস। আর বুড়ো বয়সেই গড়লেন এক অনন্য রেকর্ড। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে ৩৫ বছরের মধ্যে পয়তাল্লিশোর্ধ বয়সে সেঞ্চুরি করেছেন তিনি।
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষের বোলিং তোপে মাত্র ১২৮ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে কেন্ট। দলের এমন হালে ত্রাতা হয়ে আসেন স্টিভেন। মাঠ ছাড়ার খেরেন ১৯০ রানের ইনিংস। আর দলের সংগ্রহ দাঁড়ায় ৩০৭ রান। স্টিভেনসের ১৪৯ বলের ইনিংসে ছিল ১৫ ছক্কা এবং ১৫টি চারের মার। ১৯৮৬ সালে লেস্টারশায়ারের হয়ে ক্রিস ব্যালডারস্টোন (৪৫ বছর ২৪৭ দিন) সেঞ্চুরির পর ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন স্টিভেনস (৪৫ বছর ২১ দিন)।
এছাড়া রেকর্ড বইয়ে নতুন নজির যোগ করেছে নবম উইকেটে মিগুয়েল কামিন্সের সঙ্গে তাঁর গড়া জুটিও। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের জুটি, যেখানে একজন খেলোয়াড় একাই সেই জুটিতে ন্যূনতম ৯০ শতাংশের বেশি রান করেছেন (স্টিভেনস ৯৬.৩৯%)।
স্টিভেনসের জন্য এটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৬তম সেঞ্চুরি। ১৯৯৫ সাল থেকে হিসাব করলে কাউন্টি ক্রিকেটে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তিনি। ১৯৪৯ সালে ওয়াল্টার কিটনের গড়া রেকর্ডের পর ২০১৯ সালে কাউন্টিতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন স্টিভেনস।