অপরাধ দমনে তথ্য প্রযুক্তি প্রয়োগ

8

বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রবৃদ্ধির সূচকগুলো লক্ষ্যমাত্রা দিকে যেতে অব্যাহত প্রচেষ্টা চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আধুনিক ও প্রযুক্তির বাংলাদেশ কোনভাবেই পিছিয়ে নেই। গত দেড় বছর ধরে করোনার মহাদুর্বিপাকে পড়া বাংলাদেশসহ সারাবিশ্ব এক অসহনীয় ক্রান্তিকাল অতিক্রম করে যাচ্ছে। করোনা সহনীয় মাত্রায় পৌঁছলে নতুন করে উন্নয়ন খাতগুলো গতি ফিরে পাওয়াও পরিস্থিতির অনিবার্য দাবি। সবার আগে দৃষ্টি ফেরানো দরকার তথ্যপ্রযুক্তির সমৃদ্ধ বলয় কিভাবে অতিমারীর দুঃসময়ে এগিয়ে যাওয়া বিভিন্ন খাতকে সহযোগী শক্তির ভূমিকায় চালিত করেছে। গত ১২ বছর ধরে বর্তমান সরকার উন্নয়নের নিরন্তর অভিযাত্রায় সমৃদ্ধির যে অনন্য আঙ্গিনা তৈরি করেছে সেখানে বৈজ্ঞানিক আবিষ্কার নিত্যনতুন মাত্রায় সাধারণ মানুষের যাপিত জীবনকে চালিত করতে নিয়ামক শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছে। করোনাকালেও তার ব্যত্যয় ঘটায়নি। এই তথ্যপ্রযুক্তিই অসময়ের সুহৃদ হয়ে মানুষের পাশে থেকে তার দৈনন্দিন জীবনযাত্রাকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। জাতির মেরুদন্ড শিক্ষা কার্যক্রম লাগাতার সংক্রমণে বিপন্ন অবস্থায় পৌঁছলে প্রযুক্তির বিশ্বে পাঠদান ও গ্রহণ কর্মযোগ সচল রেখে জ্ঞানচর্চার এই সমৃদ্ধ আলোয়টি ক্ষতি পুষিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে আইন-আদালত, প্রাতিষ্ঠানিক উৎসব থেকে জরুরী সভা ভার্চুয়াল জগতে সম্পন্ন করা হয়েছে। তথ্যপ্রযুক্তির এই বিশ্বকে বাংলাদেশে অবারিত করতে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় স্থপতির ভূমিকায় সর্বাত্মক দায়-দায়িত্ব পালন করে চলেছেন।
নতুন প্রযুক্তি অপরাধ শনাক্ত এবং দমনে যেমন ভূমিকা রাখে তেমনি অনেক অপরামূলক উস্কানিও পরিস্থিতিকে বেসামাল করতে পারে। সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপে সংঘটিত অনাহূত ঘটনা প্রযুক্তির মাধ্যমে সারাদেশকে অস্থির করে তোলে। এমন জঘন্য অপকর্ম থেকেও প্রযুক্তির বলয়কে মুক্ত রাখতে হবে। এব্যাপারে প্রযুক্তি ব্যবহারকারীকে আরও সচেতন এবং যত্নশীল হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রযুক্তির বলয়ে এক অনন্য কর্মযোগ। সারাবিশ্বের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ারও গুরুত্বপূর্ণ মাধ্যম। সঙ্গত কারণে এমন স্পর্শকাতর মাধ্যমে কোন ধরনের আপত্তিজনক ছবি কিংবা পোস্ট যেন উঠে না আসে। প্রযুক্তির অবাধ ও গতিশীল আঙ্গিনাকে অত্যন্ত রুচিসম্মত এবং পরিশীলিতভাবে ব্যবহারের উপযোগী করে তোলাও সংশ্লিষ্টদের দায়বদ্ধতা।