সিকৃৃবির ছাত্র হত্যা মামলা ॥ বাস চালক ও হেলপার ৫ দিনের রিমান্ডে, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

28

স্টাফ রিপোর্টার :
আলোচিত সিকৃবি ছাত্র ওয়াসিম আফনান (২১) হত্যা মামলায় উদার পরিবহনের চালক ও হেলপারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মৌলভীবাজার জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত ২৩ মার্চ শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিম আফনানকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপা দিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর ২৫ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় গাড়ির চালক জুয়েল, হেলপার মাসুক মিয়া এবং সুপারভাইজার সেবুল মিয়াকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-২২) দায়ের করে।
এই মামলার ২ আসামি উদার পরিবহনের বাসচালক জুয়েল আহমদ ও হেলপার মাসুককে ঘটনার দিন রাতেই গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন হত্যা মামলা দায়ের করার পর তাদেরকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে মামলার ওপর আসামি বাসের সুপারভাইজার সেবুল মিয়া পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত দুই আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছেন।
মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টিলাগড়ে সিকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ: ওয়াসিম আফনানকে বাস হত্যার ঘটনায় সিকৃবির শিক্ষার্থীদের ৩ দিনের আল্টিমেটামের শেষ দিনেও ক্ষোভে উত্তাল সিকৃবি ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীরা টিলাগড়ে সড়ক অবরোধ করে রাখেন। ক্লাস বর্জন, পরীক্ষা স্থগিতসহ বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিলে দাবি মেনে নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারিও প্রদান করছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে জড়ো হতে শুরু করে সিকৃবির শিক্ষার্থীরা। সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টিলাগড়স্থ মাদানী শাহী ঈদগাহ পয়েন্টে সমবেত হন।
এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নিতে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা ওয়াসিম হত্যা মামলার দ্রুত বিচার কার্যক্রম শুরু করা, মামলার আসামি বাসের সুপারভাইজারকে গ্রেফতারসহ উদার পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে রাখে।
এছাড়া পূর্বের দাবীগুলোর সাথে নতুন আরও কয়েকটি দাবি যুক্ত করে শিক্ষার্থীরা জানান, দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামী রবিবার থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।