১১ বৈশাখ ১৪২৮ বাংলা ২৫ এপ্রিল শ্রী শ্রী আনন্দ মহারাজ এর ১৯০ তম জন্ম উৎসব। এই দিনে সর্বধর্ম মিশন সভ্য ও সর্ব্ব ধর্মের আর্দশে অনুরাগী ভক্তবৃন্দ ঘরে ঘরে এই মহাবতার শ্রী শ্রী আনন্দ মহারাজ এর ১৯০ তম জন্ম উৎসব আগের বৎসর গুলোর মতোই এবারো পালন করা হচ্ছে।
ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয় ধর্মের গ্লানি ও হানাহানি আর ব্রাহ্মণ্যবাদের কঠোর অনুশাসনে সাধারন জনজীবন যখন বিপর্যস্ত এবং মানবজাতি প্রায় ধর্ম পথভ্রষ্ট, ঠিক সেই সময় মহাবতার শ্রী শ্রী আনন্দ মহারাজ সর্বধর্ম ও “দয়াময়” নাম নিয়া “১২৩৯ বাংলার ১১ বৈশাখ” ধরাধামে আবির্ভূত হন। শ্রী শ্রী আনন্দ মহারাজ একেশ্বরবাদের তত্ত্ব নিয়ে সর্বধর্ম নামে অনন্য মহান এক ধর্ম মতের প্রতিষ্ঠা করেন এবং তিনি জানতে পারেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ধর্ম নিরপেক্ষ তথা অসাম্প্রদায়িক সমাজ এবং তিনি সকল ধর্ম মতাদর্শের মধ্যে সমন্বয় সাধন ও জগতে একচ্ছত্র ধর্ম প্রতিষ্ঠা করা এবং মানবজাতির জীবন মুক্তি করাই ছিলো তার মূল লক্ষ্য। তিনি সাধন সমুদ্র মন্থন করে যে সত্যের প্রতিষ্ঠা করেন তার মূলমন্ত্র “দয়াময়” নাম। এই ধর্মেতে সকল নামের যোগ আছে। এই ধর্মের মূল গ্রন্থ প্রকৃত তত্ত্ব। “দয়াময়” নাম প্রচার প্রতিষ্ঠার লক্ষ্যে তার সুযোগ্য শিষ্য মহাসাধক “লব চন্দ্র পাল” সর্ব্ব ধর্ম্ম মিশন প্রতিষ্ঠা করেন। মহান এই সাধকের বাণী এই মিশনই একদিন হবে জগৎ মুক্তির একমাত্র আধার। প্রবাদ প্রতিম মহাপুরুষ শ্রী শ্রী আনন্দ স্বামীজীর আবির্ভাব দিবস আজ। মানবজাতির মুক্তি সর্ব ধর্ম মিশনের মূলমন্ত্র। বিজ্ঞপ্তি