স্টাফ রিপোর্টার :
নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
শামসুদ্দিন হাসপাতালের মৃত্যুবরণকারী নগরীর বাগবাড়ি এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায়। তিনি আরো জানান, হাসপাতালে বর্তমানে ৯০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ৫১ জনের করোনা পজিটিভ ও বাকি ৩৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত বৃহস্পতিবার সকালে এ হাসপাতালে করোনায় আরো এক বৃদ্ধের (৬১) মৃত্যু হয়। তিনি সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওয়ান ব্যাংক লিমিটেড নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকর শাখার ইনচার্জ মাহবুবুল কাদির চৌধুরী মৃত্যুবরণ করেন। তিনি ব্যাংক অফিসার ক্লাব সিলেটের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
ওয়ান ব্যাংকের মেজরটিলা শাখার ম্যানেজার (অপারেশন) মোস্তাক আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শুক্রবার সকালে করোনা আক্রান্ত হয়ে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার মরহুমের জানাযার নামাজ বাদ আসর বরইকান্দি মিয়াবাড়ী মসজিদে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পারিবারিক সূত্র।