পণ্য সামগ্রী বিক্রয়ের ডিলিং লাইসেন্স গ্রহন না করে বিনা অনুমতিতে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২৮ জানুয়ারী সিলেট জেলা প্রশাসকের পক্ষে ব্যবসা ও বাণিজ্য শাখার সহকারী কমিশনার রাসনা শারমিন মিথি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এমন তথ্য জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকল ব্যবসায়ী “ঞযব ঊংংবহঃরধষ ঈড়সসড়ফরঃরবং ঈড়হঃৎড়ষ ঙৎফবৎ, ১৯৮১” এর ২২ (১) এবং (২) ধারা মোতাবেক অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী যেমন- লৌহ ও ইস্পাতজাত দ্রব্য, সিমেন্ট, সুতি কাপড় (পাইকারি ও খুচরা বিক্রেতা), তুলার সুতা (পাইকারি ও খুচরা বিক্রেতা), জুয়েলারী, স্বর্ণকার, দুগ্ধজাত দ্রব্য, সিগারেট (পাইকারী ও পরিবেশক), পেপার বোর্ড, পাল্ল বোর্ড, ওয়াল বোর্ড, ফাইবার বোর্ড, স্ট্রো বোর্ড, বক্্র-বোর্ড, সেলুলুস ওয়েডিং, সেলুলুস ফিল্মসসহ এ জাতীয় অন্যান্য সামগ্রী (পাইকারি ও পরিবেশক), ইলেক্ট্রিকেল এবং রেডিও পণ্য সামগ্রীসহ ওয়্যার এবং ক্যাবল, টেলিভিশন সেট ২০ ইঞ্চি পর্যন্ত, ইলেক্ট্রিক বাল্ব ও ফ্যান (পাইকারি, খুচরা ও পরিবেশক), মেডিকেল ও সার্জিকেল যন্ত্রপাতি (পাইকারি ও পরিবেশক), গবেষণাগার ও ল্যাবরেটরীতে ব্যবহার্য গ্লাস ও গ্লাস ওয়্যারের যন্ত্রপাতি (পাইকারি ও পরিবেশক), বাই-সাইকেল, বাই-সাইকেল যন্ত্রায়শ, টায়ার ও টিউব (পাইকারি ও পরিবেশক), স্যানিটারি ও পানি সরবরাহ সরঞ্জাম (পাইকারি, খুচরা ও পরিবেশক), ওয়াশিং এন্ড টয়লেট সাবান (পাইকারি ও পরিবেশক), ভোজ্য তৈল (সরিষা তৈল, সয়াবিন তৈল, পাম ওয়েল ও ভেজিটেবল ঘি (পাইকারি ও পরিবেশক), চিনি (পাইকারি ও পরিবেশক), খাদ্য লবণ (বিট লবণ ব্যতিত) (পাইকারি ও পরিবেশক) বিক্রয়ের ডিলিং লাইসেন্স গ্রহণ না করে বিনা অনুমতিতে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন তাদেরকে জেলা প্রশাসকের কার্যাল, সিলেট হতে প্রচলিত আইনের শর্তাদি প্রতিপালন সাপেক্ষে সংশ্লিষ্ট বিষয় সমূহের ডিলিং লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। অন্যথায় অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি