বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
করোনা ভইরাস সংক্রমণ রোধে সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিধি নিষেধ অমান্য করে যাদুকাটায় হয়ে গেলো সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নান। বৃহস্পতিবার ভোর ৫ টা ২৮ মিনিট হতে ৬টা ২৬ মিনিট পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বী লোকজন। কেউ আসেন পুণ্যের আশায় কেউ বা দেন হস্তি বিসর্জন।
অপর দিকে থেমে নেই শাহ আরেফিন ওরস মোবারক। মেঘালয় পাহাড়ের পাদদেশে লাউড়ের গড় সীমান্তে জড়ো হতে থাকেন শাহ আরেফিন (রাহঃ) এর ভক্ত আশেকান।
পুণ্য স্নানকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই অদ্বৈত আচার্যের জন্মধাম যাদুকাটা নদীর তীরে অবস্থান করেন সনাতন ধর্মাবলম্বী লোকজন। করোনা সংক্রমণ রোধে লক ডাউনের মধ্যে দু’উৎসবকে ঘিরে বসে হাজারো মানুষের মিলন মেলা।
শ্রী শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম কমিটির সদস্য রমা কান্ত দেবনাথ জানান, করোনার কারণে কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন আয়োজন করা হয় নি এবছর গঙ্গা স্নানের। কিন্তু হুট করেই কিছু পুণ্যার্থীরা গঙ্গা স্নানের জন্য যাদুকাটা নদীতে চলে আসেন।
শাহ আরোফিন ওরস মোবারক উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ওরস মোবারক বন্ধ। কিন্তু ভক্ত আশেকান করোনা বিধি উপক্ষো করে শাহ আরেফিন মোকামে চলে আসছে।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ তরফদার বলেন, প্রশাসনে পক্ষ থেকে কঠোর অবস্থান নেয়া হয়েছে। এখন আর যাদুকাটায় কোন লোকজন নেই। ভোর রাতে কিছু পুণ্যার্থী স্নান সম্পন্ন করে চলে গেছেন।
উল্লেখ্য চলতি বছর অতিমারি করোনা ভাইরাসের কারণে সনাতন ধর্মবলম্বীদের পুণ্য স্নান ও শাহ আরেফিন ওরস মোবরকে লোক সমাগম না হওয়ার জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।