জান্নাতুন নহার নূপুর

3

ভাঙা বাড়ির ভালোবাসা :

ভাঙা বাড়ি। কাঁটাঝোপ।
নারিকেল ছায়ায় মিশেছে দিপ্রহর।
ছোট ছোট সরীসৃপ।
সরু খাল। অসমাপ্ত সাঁকো।

বুড়ো কদমের গাছ।
ডালপালা মেলবার ইচ্ছে দেয়ালে দেয়ালে ……
রান্নাঘর বেয়ে কাঁটালতা পোঁছায় অসীম গ্রন্থসরোবরে।
জলন্ত গল্পের শেষে এক মুঠো ভাত .এক মুঠো ছাই।

ভাঙা বাড়ি। কাঁটাঝোপ। পোকামাকড়ের সহবাস
সংসার বাড়ন্ত ঘাসে

পুরনোকে এতদিন কেউ ভালোবাসে?