হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
পুত্র ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মিলাদ গাজীর ভাই সাহেদ গাজী।
তিনি জানান, তাদের করোনার কোনো লক্ষণ নেই। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা নেই। তারা সবাই ঢাকায় তাদের বাসায় আইসোলেশনে আছেন। ডাক্তার বলেছেন পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে।
সাহেদ গাজী বলেন, শনিবার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, তার ছেলে গাজী মোহাম্মদ ফাওয়াজ ও তার স্ত্রী ইফফাত জাহান চৌধুরীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই তারা আইসোলেশনে যান। তাদের শারীরিক অবস্থা ভালো আছে। তিনি ভাই-ভাতিজাসহ পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
জানা যায়, কোনো ধরনের উপসর্গ না থাকলেও ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসা কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিকালে তার করোনা পজিটিভের রিপোর্ট আসে। এরপর থেকে মিলাদ গাজী তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।