সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভূমিসন্তানের বৃক্ষ রোপণ

16

সিলেটের পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ ‘বৃক্ষ ভিক্ষা’ কর্মসূচির দ্বিতীয় ধাপে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে।
গতকাল রবিবার দুপুর দেড়টায় সিলেট শহরতলীর লাক্কাতুরা এলাকার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সংগঠনের ১১৫টি ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আগামীতে বিদ্যালয়ের সংস্কার কাজ শেষ হলে আরও গাছ লাগানো হবে বিদ্যালয় প্রাঙ্গণে।
গতকাল রবিবারের কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর আহমদের সভাপতিত্বে পরিবেশকর্মী বিমান তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য দেয় ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির। এ সময় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা গুনধর গোয়ালা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেব নাথ, শিক্ষক অলক রঞ্জন পাল, নার্সারী মালিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠক আনিস মাহমুদ, পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন, চা শ্রমিক ইউনিয়ন সুরমা ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।
এ সময় উপস্থিত ছিলেন ইমজার সদস্য প্রত্যুষ তালুকদার, মাহবুব হাসান রাসেল, অলক চৌধুরী, তৌহিদুল ইসলাম, অসিম সরকার, জাহাঙ্গির আহমেদ, অনিল পাল, অনির্বাণ সেনগুপ্ত। বিজ্ঞপ্তি