সিলেট নগরীর মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর। বৃহস্পতিবার তিনি এই পদে যোগদান করেন। অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর এই কলেজের রসায়নবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এছাড়াও এই কলেজে বিগত দিনের নানা উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীবাউর গ্রামে। তিনি উপেন্দ্রকুমার সূত্রধর ও লবঙ্গবালা সূত্রধরের পঞ্চম সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট এমসি কলেজের রসায়নবিদ্যা বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক সম্মান ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর সহধর্মিনী কৃষ্ণা রাণী পাল জালালাবাদ গ্যাস ফিল্ডের ডিজিএম হিসেবে কর্মরত আছেন। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব এবং একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের অধ্যাপকবৃন্দ, গভর্নিংবডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সিলেটের সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি