কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের চতুর্দশ বইমেলার ৭ম দিনে বৃহস্পতিবার (১ এপ্রিল) লেখক-পাঠক, বইপ্রেমীদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। মেলার পাশাপাশি সন্ধ্যায় বইমেলা মঞ্চের ঘাস গালিচায় আয়োজিত সাহিত্য সংসদের ১০৮৪তম সাহিত্য আসর এক ভিন্নমাত্রা যোগ করে। লেখকেরা বইমেলার পাশাপাশি সাহিত্য আসরে যোগ দিয়ে নিজের লেখা পড়েছেন, কেউ কেউ বইমেলা নিয়ে নিজের আবেগের কথা বলেছেন। সাহিত্য সংসদের সহ-লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন, আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল, কবি বাছিত ইবনে হাবীব, বইমেলার সদস্যসচিব আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, সাহিত্য সংসদের কার্যকরি পরিষদ সদস্য বেলাল আহমদ চৌধুরী, কবি মাসুদা সিদ্দিকা রুহী। লেখাপাঠ করেন মোয়াজ আফসার, আলেয়া রহমান, সিরাজুল হক, সুফিয়া জমির ডেইজি, সেনুয়ারা বেগম চিনু, লিপি খান, আমিনা শহীদ চৌধুরী মান্না, শাহিনা জালালী পিয়ারী প্রমুখ। আসর পরিচালনা করেন নাঈমুল ইসলাম গুলজার।
বইমেলা নিয়ে সৃজনশীল প্রকাশনী সংস্থা পাঁপড়ির স্বত্ত্বাধিকারী ছড়াকার কামরুল আলম বলেন, প্রতিবারের মতো এবারও বইমেলা লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছে। তবে করোনা মহামারীর সংকট সবকিছুর মত মেলার মধ্যেও প্রভাব ফেলছে। পাঁপড়ির স্টলে শিশু-কিশোরদের বই বেশি চলছে।
শৈলির স্টলে কথা হয় অরূপ নাগের সঙ্গে। তিনি জানান, গত ২৬ মার্চ থেকে চলমান কেমুসাস বইমেলা প্রতিবারের মতো এবারও পাঠক ও প্রকাশনা সংস্থায় ভরপুর। ২য় দিন থেকেই পাঠকরা বই কেনায় এবং স্টল থেকে স্টলে ঘুরেন। করোনার এই পরিস্থিতিতে পাঠকদের এই অংশগ্রহণ সত্যিই জানান দেয় আমরা বই পাঠে সক্রিয় হচ্ছি।
বইমেলায় লেখক-সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাহিত্য সংসদের সাবেক সহসভাপতি কর্নেল সৈয়দ আলী আহমদ, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক, সহ সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাহিত্য সংসদের সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনু, আবু সালেহ আহমদ, হোসনে আরা কামালি, শাহাদত বখত শাহেদ, মোহাম্মদ নওয়াব আলী, মিনহাজ ফয়সল, এস. এ সফি, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ইশরাক জাহান জেলী, আবদুল কাদির জীবন, রাহাত তরফদার, কামাল আহমদ, কার্যকরি পরিষদ সদস্য রিপন আহমদ ফরিদী, আতাউর রহমান বঙ্গী, কার্যকরি পরিষদ সদস্য মাহবুব হোসেন, নাওয়াজ মারজান, সৈয়দ মুজাদ্দিদ, জুনেদ আহমদ, সুমাইয়া আক্তার রেশমি, ফতহুল করিম হাসান, খালিদ সাইফুল্লাহ, মাহফুজ জোহা, মাহবুবুর রহমান, মো. মঈন উদ্দীন, নাঈমুল ইসলাম গুলজার, সেলিনা আক্তার পলি, ছাদির হুসাইন ছাদি, পপি রশিদ, সুইটি দাশ, সাইফান রাহিম, সাদিক হোসেন এপলু, আহমদ জুয়েল, ইফতেখার শামীম, আব্দুল বাছিত প্রমুখ। গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া বইমেলা আগামী ৪ এপ্রিল পর্যন্ত চলবে। দরগা গেইটস্থ সাহিত্য সংসদ চত্বরে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি