তেতলী ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলো ফ্রান্সের প্রতিনিধি দল

68

Photo- 11-4-15ফ্রান্স ডেলাপমেন্ট অব লিগেল ইউরোপিয়ান এন্ড ইন্টারন্যাশনাল এপেয়াছের এক প্রতিনিধি দল বাংলাদেশের অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রজেক্ট (গ্রাম আদালত) কার্যক্রম দেখতে গতকাল শনিবার দুপুরে ৩নং তেতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করতে আসেন। এ সময় তারা তেতলী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে সালিশি কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ফ্রান্স থেকে আসা প্রতিনিধি দল তখন তেতলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ উছমান আলীকে গ্রাম আদালত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তাদের প্রশ্ননের জবারে তিনি জানান, কম খরচে অল্প সময়ে গ্রামের মানুষের কাছে সুবিচার পৌঁছে দিতে ২০০৬ সালে গ্রাম আদালত প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সরকার। ইউনিয়ন পর্যায়ের এই আদালত জজ আদালতে মামলার চাপ কমিয়ে এনে বিচার ব্যবস্থাকে গতিশীল করতে গ্রাম আদালত কাজ করে যাচ্ছে। তবে ২০১৩ সালে সেপ্টেম্বররে বিদ্যমান আইনের অসুবিধাসমূহ দূর করে বিচারিক কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য গ্রাম আদালত (সংশোধন ) আইন পাস করা হয়। বিচার ব্যবস্থায় দরিদ্র মানুষের প্রবেশাধিকার নিশ্চিত ও সহজ করতেই গ্রাম আদালত গঠন করা হয়। এ আদালতে গ্রামের ছোট খাটো বিরোধ বড় আকার ধারণ করার আগেই নিষ্পত্তি করা হয়। আর এর জন্য কাঠামো অনুযায়ী  গ্রাম আদালতে ১ জন চেয়ারম্যান এবং বিবাদের প্রত্যেকের পক্ষ থেকে মনোনীত ২ জন সদস্য নিয়ে মোট ৫ জন সদস্য দিয়ে গ্রাম আদালতে বিচার করা হয়। এই আদালতে ৩০ দিনের মধ্যে বিচার নিষ্পত্তি করা হয় বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স থেকে আসা ডেলাপমেন্ট অব লিগেল ইউরপিয়ান এ- ইন্টারন্যাশনাল এপেয়াছের ৫ সদস্যের প্রতিনিধি দল,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউএনডিএফ অফিসার এনামুল হক খসরু, সহ তেতলী ইউনিয়নের সদস্য বৃন্দ। বিজ্ঞপ্তি