জাহানারা নাসরিন :
এলোমেলো চলছে বেজে
এই জীবনের ঘণ্টা,
স্বপ্ন প্রদীপ যাচ্ছে নিভে
বিষাদঘেরা ক্ষণটা,
অস্থিরতায় কাটছে প্রহর
নেই ভালো নেই মনটা।
বেসুরো এই জীবনটাতে
পাই না খুঁজে ছন্দ,
চেয়ে দেখি সামনে আমার
সকল দুয়ার বন্ধ,
মিথ্যে মোহে বিভোর হয়ে
বাড়লো কেবল দ্বন্দ্ব।
ছলচাতুরী সয় না প্রাণে
লাগছে ভীষণ ক্লান্ত,
যা ভেবেছি, যা পেয়েছি
তার সবই যে ভ্রান্ত,
পারছি না আর ছুটতে আমি
পাই না খুঁজে প্রান্ত।
মরীচিকার পিছে আহা
আর কত কাল ছুটবো,
আবার ভাবি সামনে যা পাই
দু’হাত পুরে লুটবো,
জীবন চলার পথে সকল
বাঁধা আমি টুটবো।
প্রতি পদে হোঁচট খেয়ে
হুঁশ ফেরেনি তাও,
কোথায় যাবো নেই ঠিকানা
চলছি আমি ফাও,
ওগো প্রভু আমায় তুমি
পথের দিশা দাও।