সৌদিতে লিফট দুর্ঘটনায় নিহত প্রবাসীর দাফন সম্পন্ন

4

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সৌদি আরবের দাম্মামে লিফট দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি শাহীন খাঁনের দাফন সম্পন্ন হয়েছে। নিহত প্রবাসী মো. শাহীন খাঁন (পনির) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নবম খন্ড গ্রামের আশরাফ খাঁনের ছেলে। মঙ্গলবার বাদ যোহর স্থানীয় হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লিরা তার জানাযায় অংশ নেয়।
এর আগে মঙ্গলবার সকালে এ্যাম্বুলেন্স যোগে শাহীন খাঁনের মরদেহ তার বাড়িতে নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও সন্তানরা বার বার মুর্ছা যাচ্ছিলেন। এ সময় স্বজনদের আহাজারিতে চারিপাশ ভারী হয়ে উঠে।
গত ২৫ ফেব্রুয়ারি সৌদি আরবের দাম্মাম শহরে শাহীন ও তার সহকর্মীরা নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনে কাজ করছিলেন। কাজ করার সময় ভবনটিতে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ীভাবে তৈরী করা একটি লিফট ছিড়ে শাহীনের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল জুবাইল সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়। প্রায় ১৮ দিন ওই হাসপাতালের হিমাগারে রাখার পর আইনি প্রক্রিয়া শেষে গত সোমবার রাতে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে শাহীন খাঁনের মরদেহ দেশে পাঠানো হয়।
শাহীন খাঁন জীবিকার তাগিদে চাকুরী নিয়ে আড়াই বছর ধরে সৌদি আরবে বাস করতেন এবং সেখানে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে তার বাবা আশরাফ খাঁন জানিয়েছেন।