সিলেটে ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

10

 

স্টাফ রিপোর্টার

সিলেটে হিট স্ট্রোক, মাছ ধরতে গিয়ে ও বিদ্যুৎস্পৃট হয়ে ৩ জনের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ও বুধবার বিভিন্ন সময়ে পৃথকভাবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
বন্দরবাজার: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে লালবাজারে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন- পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। এখনও নিহতের নাম-ঠিকানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- অতিরিক্ত গরমে ওই ব্যক্তি মারা গেছেন। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে পানির গভীরে পাথরের গর্তে পড়ে তলিয়ে শাহীন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শাহীন গাজিপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকার মৃত রহমত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও অংশে খোয়াই নদীর দক্ষিণ দিকে পাথর বেষ্টিত এলাকায় শাহীন মাছ ধরতে যান। এ সময় পাথরের গর্তে শাহীনের হাত আটকে গেলে তিনি পানিতে ডুবে মারা যান। খবর পেয়ে ঘটনারস্থল থেকে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফাসহ একদল পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক পানিতে ডুবে শাহীনের মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনের ভেতরে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রতন বারাক (৪৭) নামে এক চা-শ্রমিক। মঙ্গলবার উপজেলার লাউয়াছড়ায় সংলগ্ন ডাকছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রতন শ্রীমঙ্গল উপজেলার খাউছড়া চা বাগানের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডাকছড়া লেবু বাগানে চুরি ঠেকাতে বিদ্যুতায়িত করে রেখেছে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রতন বারাক মারা যান।
তবে বাগান মালিক শফিউল ইসলাম ওরফে মোশারফ হোসেনের দাবি, রতন বারাক হার্ট অ্যাটাকে মারা গেছেন।
লেবু বাগানের পাহারাদার আশাদ মিয়ার স্ত্রী রুজিনা বেগম বলেন, সকালে বাগানে গিয়ে দেখি চা-শ্রমিক রতন বারাকের লাশ পড়ে আছে।
শ্রীমঙ্গল উপজেলার কালীঘট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, রতন বারাক বিদ্যুতায়িত হয়েই মারা গেছেন।