রোটারি ৩২৮২-এর ডিস্ট্রিক্ট গভর্ণর রুহেলা খান চৌধুরী বলেছেন, প্রত্যেক সমাজে এমন কিছু মানুষ বা সংস্থা রয়েছে, যারা কেবলই অন্যের স্বার্থ নিয়ে চিন্তা করেন। অন্যের মুখে হাসি ফোটাতে পারলেই তারা পরিতৃপ্তি লাভ করেন। এমন মানুষগুলোই সমাজের সম্পদ। মানবতার সেবা কেবল দরদি লোকদের দ্বারাই সম্ভব হয়ে থাকে। এটা আশার কথা যে, বিশ্বব্যাপী রোটারি ক্লাব সমুহ দরদি মন নিয়ে মানবতার সেবা করে যাচ্ছে। আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে।
রোটারি ই ক্লাবের ৬ষ্ঠ অভিষেক অনুষ্ঠান এবং বোর্ড অব ডিরেক্টর পরিচিতি’২২Ñএ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোটারি ই ক্লাবের উদ্যোগে শনিবার (২২ অক্টোবর, ২০২২ খ্রি.) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত দুটি ধাপে গর্ভণর ক্লাব ভিজিট ও অভিষেক অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী, পিডিজি লে. কর্ণেল আতাউর রহমান পীর, পিডিজি ড. বেলাল উদ্দিন আহমদ, আইপিডিজি আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিই ইঞ্জিনিয়ার এম মতিউর রহমান, ডিজিএন এ.এইচ.এম. ফয়সল আহমদ, ডিষ্টিক সেক্রেটারী শাহজান আহমদ, রোটারিয়ান ডাক্তার মঈনুল ইসলাম মাহমুদ, এরিয়া ডাইরেক্টর রোটারিয়ান হানিফ মোহাম্মদ, রোটারিয়ান পিপি তৌফিক বকস লিপন।
৬ষ্ঠ অভিষেক অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি ফারেছ আহমদ চৌধুরী সবাইকে স্বাগত জানিয়ে অভিষেক অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
বিদায়ী সভাপতি রোটারিয়ান এড. আজিম উদ্দিন কলার হন্তান্তর করেন রোটারি বর্ষ ২০২২-২৩ এর প্রেসিডেন্ট রোটারিয়ান তুফায়েল আহমদ চৌধুরী কাছে এরপর ২০২১-২২ ক্লাব সেক্রেটারি ২০২২-২৩ সেক্রেটারীর এর কাছে ক্লাবের চার্টার হস্তান্তর করেন। প্রেসিডেন্ট মিটিং কল টু অর্ডার করে ক্লাব কার্যক্রম শুরু করেন।
৬ষ্ঠ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত ইনস্টলেশন সুবিনিয়র ই-টাইম এর মোড়ক উন্মোচনের পাশাপাশি ডিজি ও পিডিজিগণের উপস্থিতে ১২টি ক্লাব সার্ভিস প্রজেক্ট বাস্তবায়িত হয়।
এ সময় ক্লাবের পক্ষে থেকে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি আহাদুস সামাদ, অনারারী মেম্বার এস এম মাহবুবুল লফিত, ক্লাব চার্টার প্রেসিডেন্ট রাসেল মাহবুব, রোটারিয়ান পিপি মোশারফ হোসেন জাহাঙ্গীর, পিপি সৈয়দ বাহারুল ইসলাম রিপন, আই পিপি এড.আজিম উদ্দিন, রোটারিয়ান সানজিদা সামাদ, রোটারিয়া এনামুল হাসান খান, রোটারিয়ান মুহিবুর রহমান, রোটারিয়ান ফয়সল রানা ভূঁইয়া, রোটারিয়ান মো: আরিফ হোসেন, রোটারিয়ান মোশারফ হোসেন, রোটারিয়ান ডাক্তার আব্দুল মুইদ, রোটারিয়ান আব্দুল ওয়াহিদ, রোটারিয়ান এমরান আহমদ, রোটারিয়ান মুর্শেদ আহমদ খান, রোটারিয়ান শেখ আবুল হোসেন, রোটারিয়ান জাবেদ আলম কোরেশী, রোটারিয়ান আমিনুর রহমান রোটারিয়ান সদরুল হাসান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি