রফিকুল ইসলাম নাজিম :
আমি বাংলা ভালবাসি
বাংলাতে কথা বলি
বাংলার কবি আমি
বাংলা আমার জননী।।
আমি বাংলা ভাষা গল্প লেখি
কবিতার ভাষা ও বাংলা আমার
আমি বাংলাতে সুর ধরী
মহান মালিক আল্লাহ তায়ালার।।
রাখালের বাঁশির সুরে বাজে
মাতৃভাষার জয়ও গান
শিল্পীর গানেও বাজে
এই ভাষা আল্লাহর দেয়া দান।।
একুশ মানে রক্ত রাঙ্গা
ছেলে হারা মায়ের ব্যথা
ভায়ের রক্তের বিনিময়ে
পেয়েছি স্বাধীন বাংলা ভাষা।।
মনে করো না ভাই ভুলে গেছি তোমাদের
একুশে ফেব্রুয়ারি আসলে
কান্না ভেসে যায় অশ্রু আমার
বার বার মনে পড়ে তোমাদের কথা
জীবন দেয়া হয়নি বৃথা
ও শহীদ ভাই আমার
তোমাদের আশা পূর্ণ হল
মাতৃভাষা বাংলাই হল।।